ডেরায় রাম রহিমের উত্তরসূরী কে হচ্ছেন?

ভারতের স্বঘোষিত ‘ধর্মগুরু’ রাম রহিম সিংয়ের সাজা হওয়ার পর ডেরা সাচা সওদা’র ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা গিয়েছে। প্রশ্ন উঠেছে কে হতে যাচ্ছেন পরবর্তী প্রধান।  এটা নিয়ে হরিয়ানায় সদর দফতরে আলোচনা চলছে। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী সিংয়ের তিন সন্তানের সম্ভাবনাই বেশি।

 

66949-mzcasnrcjz-1503916256

তার দুই মেয়ে চরণপ্রিত ইনসান ও আমারপ্রিত ইনসান দুজনই বিবাহিত। তাদের স্বামীরা নাম পাল্টে ফেলেছে। তার একমাত্র ছেলে ৩৫ বছরের জাসমিত ইনসান সাবেক এমএলএ হারমিন্দার সিংয়ের মেয়েকে বিয়ে করেছেন। তবে ডেরায় ততটা সক্রিয় নন জাসমিত। তিনি নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন। তাই তার বিষয়টা নিয়ে সন্দিহান।

সির্সায় ডেরার সদর দফতর ৭০০ একর জায়গা নিয়ে তৈরি। এখানে রয়েছে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, অলিম্পিক স্টেডিয়ামের সমান অডিটোরিয়াম, শপিং কমপ্লেক্স। এখানে একটি ডেইরি ফার্ম ও সবজি বাগানও আছে।  তবে এর মালিকানায় থাকা তথ্যগুলো সরিয়ে ফেলেছে সংগঠনটি। পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে অনুসারীদের করা ভাংচুরের ক্ষতিপূরণ দিতে হবে। এরপরই সরিয়ে ফেলার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

the-next-dera-chief

রাম রহিম সিংয়ের উত্তরসূরী হিসেবে সবচেয়ে বেশি শোনা যাচ্ছে হানি প্রিত ইনসানের নাম। তাকে দত্তক নেওয়া হলেও বিগত কয়েক বছরে সব সময় আলোচনায় ছিলেন তিনি। রাম রহিমের তৈরি অনেক সিনেমাতেও তাকে দেখা গেছে।

তার ওয়েবসাইটে হানিপ্রিত নিজেকে ‘পাপা’স এঞ্জেল’ বলেছেন। এছাড়াও সামাজিক মাধ্যমে নিজেকে ‘রাজাদের রাজার মেয়ে’ বলে দাবি করেন তিনি। তবে এই পদের জন্যও লড়তে হবে তাকে। ডেরার দ্বিতীয় প্রধান ব্রহ্মচারি বিপাসেনার তার মূল প্রতিদ্বন্দ্বি। সির্সার পরিচালিত মেয়েদের কলেজ থেকে পড়াশোনা শেষে একদম নিচ থেকে সর্বোচ্চ পর্যায়ে আসীন হয়েছেন বিপাসেনা।

http-%2F%2Fo.aolcdn.com%2Fhss%2Fstorage%2Fmidas%2F859ad0e45016ffc391ca25eba8969e7b%2F205606515%2F488572166

শোনা যাচ্ছে হানি প্রিতের চেয়ে তাকেও পছন্দ করার সম্ভাবনা বেশি। কারণ অনেকদিন ধরেই দলের সেবায় কাজ করে যাচ্ছেন তিনি। তবে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা না আসা পর্যন্ত ডেরার মুখপাত্র আদিত্য ইনসানই দলের প্রাত্যাহিক কাজ চালিয়ে যাবেন।

সূত্র: হাফিংটন পোস্ট