ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭

 

ইয়েমেনের রাজধানী সানার একটি পুলিশ চেকপয়েন্টে বিমান হামলায় সাতজন নিহত হয়েছেন। তাদের পাঁচজনই বেসামরিক নাগরিক ছিলো। বাকি দুইজন চেকপয়েন্টের নিরাপত্তা রক্ষী ছিলো। বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

download (1)

প্রতিবেদনে বলা হয়, সানার ১০ কিলোমিটার পশ্চিমে মাসাজেদ জেলায় এই হামলায় একটি গাড়ি নিকটবর্তী গ্যাস স্টেশনে ধাক্কা খায়। সেখানেও আগুন ধরে যায়।

সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন নিয়মিতেই বিমান হামলা চালিয়ে আসছে। ২০১৫ সালের মার্চ মাস থেকে হাউতিদের বিরুদ্ধে তাদের লড়াইয়ে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। তবে সাম্প্রতিক এই হামলার জন্য তারা দায়ী কিনা সে বিষয়ে কিছু জানায়নি সৌদি জোট।