মুম্বাইয়ে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১০, আটকা পড়ে আছেন ২০

ভারতের মুম্বাইয়ে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। জীবিত  এখনও আটকা পড়ে আছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে ছয়তলা ওই ভবনটি ধসে পড়ে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

mumbai-bhendi-bazaar-building-collapse-pti_650x400_61504167089

পুলিশ জানায়, শতবছর পুরোনো ওই ভবনে অনেক মানুষ থাকতো। আটকে পড়াদের উদ্ধারকার্যে কাজ করছে উদ্ধারকর্মীরা। অ্যাম্বুলেন্স ও দমকলকর্মীরা সেখানে রয়েছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে এই ভবন ধস হয়। তবে প্রকৃত কারণ এখনও জানা যায়নি। অতিবৃষ্টি ও বন্যার কারণে কয়েকদিন স্থবির হয়ে ছিলো শহরটি। পুলিশের ধারণা, বৃষ্টি ও বন্যার পানিতে ভীত নরম হয়ে থাকতে পারে শতবছর পুরোনো ওই ভবনের।   

ভারতের জাতীয় ‍দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘প্রাথমিক অবস্থায় অন্তত  ৪০ জন আটকা পড়েছিলো বলে আমাদের ধারণা। ৪৩ জনের একট দল উদ্ধার অভিযান চালাচ্ছ।’ ভবন ধসের কারণ বের করতে একটি তদন্ত কমিটি গঠন কর হবে বলে জানা যায়।