সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উল আযহা উদযাপন

ত্যাগের মহিমা নিয়ে শুক্রবার (১ সেপ্টেম্বর) ঈদ উল আযহা উদযাপন করছেন সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশের মুসলিম ধর্মাবলম্বীরা। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ। ইসলাম ধর্মমতে, মহান আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহীম (আঃ) কে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় বস্তুটি কোরবানি করার নির্দেশ দিয়েছিলেন। এই আদেশ অনুযায়ী হযরত ইব্রাহিম (আঃ) তার সবচেয়ে প্রিয় পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য প্রস্তুত হলে সৃষ্টিকর্তা তাকে তা করতে বাধা দেন এবং পুত্রের পরিবর্তে পশু কোরবানির নির্দেশ দেন। এই ঘটনাকে স্মরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা আল্লাহ তাআলার সন্তুষ্ঠি অর্জনের জন প্রতি বছর পশু কোরবানি দিয়ে থাকে। প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে বিভিন্ন দেশে ঈদুল আযহা পালিত হচ্ছে। কিভাবে ঈদ উদযাপন হচ্ছে তা ছবিতে দেখে নেওয়া যাক।

 

ঈদ-১
ফিলিপাইনের ম্যানিলাতে ঈদের জামাতের মাঝখানে দাঁড়িয়ে আছে এক শিশু


ঈদ ২মিশরের একটি পশুর হাট


ঈদ-৩ভারত অধিকৃত কাশিরে এক শিশু হাতে মেহেদি পরছে


ঈদ-৪ম্যানিলায় নামাজ শুরুর আগে নীরব মুহূর্তে ফোন দেখছেন এক মুসলিম নারী



ঈদ-৫চীনের বেউজিং এ কোরবানির জন্য প্রস্তুত ভেড়া। খুব মনযোগ দিয়ে তা দেখছে এক শিশু


ঈদ-৬ইন্দোনেশিয়া বান্দে আচেহ এলাকায় নামাজে অংশ নিয়েছেন নারীরা


ঈদ-৭জাকার্তায় ঈদের নামাজ শুরুর আগে একটি মসজিদের বাইরে বসে আছেন মুসল্লীরা