ইরানের পরমাণু সমঝোতা মানার অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে চীন

চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিও পালনে ইরানের অঙ্গীকারকে স্বাগত জানিয়েছে চীন। পাশাপাশি সব পক্ষকে এ সমঝোতার আওতায় দায়িত্ব অব্যাহতভাবে পালনেরও আহ্বান জানিয়েছে। জেসিপিও পালনে ইরানের আন্তরিকতার বিষয়টি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ প্রতিবেদনে উল্লেখ করার পর এ বক্তব্য দিলো চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
আইএইএ’র সর্বশেষ প্রতিবেদনে জেসিপিও পালনে ইরানের আন্তরিকতার বিষয়টি তুলে ধরা হয়েছে। জেসিপিও পালনের বিষয়টি নজরদারির দায়িত্ব রয়েছে এ বিশ্ব সংস্থার ওপর। নিয়মিত সংবাদ সম্মেলনে  চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, জেসিপিও পালনে ইরানের আন্তরিকতার বিষয়টি আইএইএ’র মহাপরিচালকের দেওয়া প্রতিবেদনে আবারও নিশ্চিত করা হয়েছে। ইরান এবং আইএইএর তৎপরতাকে চীন স্বাগত জানায় বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, চীন প্রত্যাশা করছে জেসিপিও পালনের দায়িত্ব সব পক্ষ বজায় রাখবে। এছাড়া, আইএইএ নিরপেক্ষ এবং পেশাদারিত্বের সঙ্গে নিজ দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

ইরানের সঙ্গে যে ছয় জাতিগোষ্ঠী জেসিপিও সই করেছিল তার মধ্যে যুক্তরাষ্ট্রও ছিল। এ সত্ত্বেও ইরান জেসিপিও মানছে না বলে তুলে ধরার চেষ্টার কোনও ত্রুটি করছে না যুক্তরাষ্ট্র। আর সে সময়ই প্রকাশিত হলো আইএইএ’র সর্বশেষ প্রতিবেদন। সূত্র: পার্স টুডে