সিরিয়ার ‘রাসায়নিক অস্ত্র উৎপাদন কারখানায়’ ইসরায়েলি বিমান হামলা

দেশের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সিরিয়া। ওই হামলায় দুই সেনা সদস্য নিহত হয়েছে বলেও দাবি করা হয়েছে। বিভিন্ন আরব মিডিয়ার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, হামলার কারণে সিরিয়ার একটি রাসায়নিক অস্ত্র উৎপাদন কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আরব মিডিয়ার খবরটির সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলি যুদ্ধবিমান
সিরিয়ার সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়, লেবাননের আকাশসীমা ব্যবহার করে ইসরায়েলি যুদ্ধবিমান মাসিয়াফের কাছের একটি এলাকা লক্ষ্য করে ওই হামলা চালিয়েছে। সিরিয়ায় অস্ত্র উৎপাদনের এলাকায় ইসরায়েল এর আগেও চোরাগোপ্তা হামলা চালিয়েছিল। তবে এইবারের হামলা নিয়ে দেশটি এখনও কোনও মন্তব্য করেনি। গত এপ্রিলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় রাসায়নিক হামলার নেপথ্যে সিরিয়ার সরকারের হাত রয়েছে বলে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনে উল্লেখ করার একদিন পরই ইসরায়েলের যুদ্ধবিমান থেকে এ হামলা হলো। এপ্রিলে খান শেইখোনে সংঘটিত ওই রাসায়নিক হামলায় ৮৩ জন নিহত হয়।