মেক্সিকোতে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, নিহত ৩২

Mexico Earthquakeমেক্সিকোর দক্ষিণ উপকূলে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ৮ দশমিক ১ মাত্রার এই কম্পনে অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে। শক্তিশালী এ ভূমিকম্পের পর গুয়েতেমালা, এল সালভেদর, কোস্টারিকা, নিকারাগুয়া, পানামা, হন্ডুরাস ও ইকুয়েডরেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এরইমধ্যে প্রশান্ত মহাসাগরের মেক্সিকো উপকূলে এক মিটার উচ্চতার সুনামি আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৯ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে ভবনগুলো কেঁপে উঠলে আতঙ্কিত বাসিন্দারা ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, বিভিন্ন স্থানে ঘরবাড়িসহ অনেক স্থাপনা ভেঙে পড়েছে।

মেক্সিকোর অন্তত পাঁচ কোটি মানুষ এই ভূমিকম্প টের পেয়েছেন। ভূমিকম্পের পর মেক্সিকো উপকূলের কাছে একাধিক আফটার শক অনুভূত হয়েছে।

১৯৮৫ সালের মেক্সিকো উপকূলে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে ১০ হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটে। সূত্র: আল জাজিরা।