জার্মানিতে ফিলিস্তিনি শরণার্থী নিহত

nonameজার্মানিতে মোহাম্মদ আবদেল নাসের নামের একজন ফিলিস্তিনি শরণার্থী নিহত হয়েছেন। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে অ্যাকশন গ্রুপ ফর প্যালেস্টাইনিয়ানস ইন সিরিয়া (এজিপিএস)। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর।

এজিপিএস জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দারা শহর থেকে জার্মানিতে পালিয়ে এসেছিলেন। মঙ্গলবার তার মরদেহের সন্ধান মিলে। তবে জার্মান কর্মকর্তারা তার মৃত্যুর বিষয়ে কিছু বলতে রাজি হননি।

সিরিয়ার গৃহযুদ্ধের ডামাডোলে দেশটি থেকে ইউরোপে পাড়ি দিয়েছেন প্রায় ৮৫ হাজার মানুষ। এদের মধ্যে সিরিয়ায় বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীরাও রয়েছেন। এজিপিএস-এর হিসাব অনুযায়ী, সিরীয় ভূখণ্ডের বাইরে খুন হয়েছেন ৮৪ জন ফিলিস্তিনি শরণার্থী। এর মধ্যে ১৭ জন লিবিয়া, ১৫ জন মিসর, ১৫ জন লেবাননে নিহত হয়েছেন। এছাড়া আটজন গ্রিস, ১২ জন তুরস্ক, ৬ জন মাল্টা, তিনজন ফিলিস্তিন, তিনজন ইতালি, একজন সুইডেন, একজন সাইপ্রাস, একজন মেসিডোনিয়া এবং দুজন জার্মানিতে নিহত হয়েছেন।