সিরিয়ায় মার্কিন জোট সমর্থিত বাহিনীর উপর বিমান হামলা: দাবি পেন্টাগনের

 

সিরিয়ার দেইর আল জর প্রদেশে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনীর উপর রাশিয়া ও সিরিয়ার বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। তারা জানায়, রুশ জেট ও সিরিয়ার সরকার বাহিনীর বিমান সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে (এসডিএফ) লক্ষ্য করে বিমান হামলা চালায়। শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

mideast-crisis-syria_1

প্রতিবেদনে বলা হয়, মার্কিন নেতৃত্বাধীন জোটের সঙ্গে একত্রিত হয়ে লড়াই করছে এসডিএফ। ওই হামলায় তাদের ৬ সেনা আহত হয়েছে। পেন্টাগনের দাবি, ইউফেরি নদীতে এসডিএফ সেনাদের লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া। তবে মার্কিন জোটের কেউ হতাহতের শিকার হয়নি।

মস্কো বা দামেস্কের পক্ষ থেকে এখনও কিছু জাননো হয়নি। সিরিয়ায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র ভিন্ন শক্তিকে সমর্থন করে অভিযান চালাচ্ছে।

এক বিবৃতিতে এসডিএফ জানায়, ‘আমাদের বাহিনীর উপর রুশ বিমান ও সিরীয় বাহিনী হামলা চালায়। তাদের এই শক্তি সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবহার করা উচিত। আমাদের বিরুদ্ধে নয়।’‘