আফগানিস্তানে আরও ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে আরও ৩ হাজার মার্কিন সেনা পাঠানো হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস। তিনি বলেন, ইতোমধ্যে অনেকে সেখানে দায়িত্বপালনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

1505794593_52967_1

প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের তালেবান নিয়ন্ত্রিত অঞ্চল দখল ও সেখানে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে আফগানিস্তানের মার্কিন সিনিয়র কমান্ডার জেনারেল জন নিকোলসনের আবেদনের প্রেক্ষিতে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে সাহায্য করার জন্য কয়েক হাজার অতিরিক্ত সৈন্য পাঠানো হচ্ছে দেশটিতে

সোমবার এক বিবৃতিতে ম্যাটিস বলেন, যুক্তরাষ্ট্র ৩ হাজার সেনা পাঠাচ্ছে। এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে দাবি করা হয়েছিলো যুক্তরাষ্ট্র সাড়ে তিন হাজার সেনা পাঠাতে পারে।

আফগানিস্তানে আনুষ্ঠানিকভাবে তালেবানদের বিরুদ্ধে মার্কিন যুদ্ধ সম্পন্ন হলেও এখনো সেখানে ৮ হাজার সেনা অবস্থান করছে।