রোহিঙ্গা সংকট নিয়ে সু চিকে আলোচনার আহ্বান যুক্তরাষ্ট্রের

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি

রাখাইন রাজ্যের মানবিক সংকট নিয়ে মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে আলোচনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি রেক্স টিলারসন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে রেক্স টিলারসন এ আহ্বান জানান। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপিতে প্রকাশ, রাখাইন রাজ্যের সহিংসতা নিরসন এবং এ সংক্রান্ত ঘটনায় শরণার্থীতে রূপান্তরিত হওয়া মানুষদের মিয়ানমারে ফিরিয়ে নিতে সে দেশের সরকারের অঙ্গিকারকে স্বাগত জানিয়েছেন রেক্স টিলারসন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রেক্স টিলারসন ক্ষতিগ্রস্ত এলাকায় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তায় সহযোগিতার জন্যও মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।