কাশ্মিরে মন্ত্রীর গাড়িকে লক্ষ্য করে গেরিলা হামলা, নিহত ৩

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে হামলায় তিনজন বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন নিরাপত্তাকর্মী। বৃহস্পতিবার শ্রীনগর থেকে ২৫ মাইল দক্ষিণে ত্রাল শহরে মন্ত্রী নাইম আখতারের বহরকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। তবে মন্ত্রী অক্ষত রয়েছেন, আহত হয়েছেন তার গাড়িচালক।

tral-grenade_650x400_81505979478

বেলা পৌনে ১২টা নাগাদ গেরিলারা দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালে একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড নিক্ষেপ করলে পিঙ্কি কৌর, গুলাম নবী এবং মুহাম্মদ ইকবাল খান নামে তিন বেসামরিক ব্যক্তি নিহত হন। তাদের মধ্যে একজন কলেজছাত্রও রয়েছেন। আহতদের চিকিৎসার জন্য উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার স্থল ও আশপাশে তল্লাশি চালানো হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন থেকে জানা যায়, রাজ্যের পূর্তমন্ত্রী নঈম আখতারকে টার্গেট করে গেরিলারা গ্রেনেড হামলা চালালে তিনি কোনোক্রমে রক্ষা পান। পুলিশ বলছে, বর্তমানে তিনি নিরাপদে আছেন এবং তাকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে।