উ. কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞায় ট্রাম্পের স্বাক্ষর

পারমাণবিক পরীক্ষা বন্ধ না করায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় নতুন পদক্ষেপ নেওয়ার ব্যাপারে স্বাক্ষর করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কেরিয়ার সঙ্গে ব্যবসা পরিচালনা করা মার্কিন প্রতিষ্ঠানগুলোর উপর নজরদারি ও ব্যবস্থার অনুমতি পেয়েছে মার্কিন অর্থ বিভাগ। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ট্রাম্প(1)প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের সর্বশেষ নিষেধাজ্ঞা জারির দুই সপ্তাহের মধ্যেই এই নতুন মার্কিন নিষেধাজ্ঞা আসলো। চীনের কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য চীনা ব্যাংকগুলোকেও পিয়ংইয়ংয়ের সঙ্গে ব্যবসা বন্ধের  নির্দেশ দিয়েছে।

বৃহস্পতিবার নতুন নিষেধাজ্ঞায় স্বাক্ষর করার পর ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার ঠেকাতে সবরকম ব্যবস্থা নেওয়া হবে। এই নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের প্রয়োজনীয় অনেক উৎসই বন্ধ হয়ে যাবে। টেক্সটাইল খাত, মৎস, তথ্য প্রযুক্তির বিষয়টি উল্লেখ করেন ট্রাম্প।

তিনি বলেন, অনেকদিন ধরেই উত্তর কোরিয়াকে আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা ব্যবহার করার সুযোগ দেওয়া হচ্ছিলো।  ট্রাম্প বলেন, এই নিষেধাজ্ঞা একটি মাত্র দেশকেই লক্ষ্য করে করা। আর সেটা হচ্ছে উত্তর কোরিয়া।

এর আগে গত মাসে (আগস্ট) উত্তর কোরিয়া এমন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানা যায়। পিয়ংইয়ং বহুবার সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানার হুমকি দিয়েছে। এরই ধারাবাহিকতায় রবিবার (৩ সেপ্টেম্বর) ক্ষেপণাস্ত্র বহনযোগ্য একটি হাউড্রোজেন বোমার সফল পরীক্ষা চালানোর দাবি করে পিয়ং ইয়ং।  ষষ্ঠ দফায় চালানো এই পরমাণু পরীক্ষার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব উত্থাপন করে। পরিষদের ১৫ সদস্য দেশের সবাই নিষেধাজ্ঞার পক্ষে রায় দেয়। ওই নিষেধাজ্ঞার আওতায় কয়লা, সীসা ও সামুদ্রিক খাদ্য রফতানিকে আনা হয়।