লিবিয়া উপকূলে নৌকাডুবি, অর্ধশতাধিক অভিবাসী নিহতের আশঙ্কা

লিবিয়া উপকূলে একটি অভিবাসী নৌকা ডুবে যাওয়ায় অন্তত ৫০ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন ৩৫ জন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_97967514_041879239

প্রতিবেদনে বলা হয়, নৌকাটি তেল শেষ হয়ে যাওয়ায় ডুবে গেছে। ধারণা করা হচ্ছে নৌকাটিতে ১০০ জনেরও বেশি মাসুষ ছিলো। লিবিয়ার সাবারাহ শহর থেকে শুক্রবার রওনা দেয় তারা।

বুধবার সকালের দিকে জুয়ারা শহরের কাছাকাছি এসে নৌকা ডুবে যায়। এখন পর্যন্ত ৮ জনের মরদেহ পাওয়া গেছে। জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে ৩৫ জনকে।

লিবিয়ার নৌবাহিনীর এক মুখপাত্র বলেছেন, তারা সবাই সাহারা-আফ্রিকা থেকে আগত। 

এই পথ দিয়ে অনেক অভিবাসী ইউরোপে যাওয়ার চেষ্টা করে। জাতিসংঘের মতে, চলতি বছরই এক লাখেরও বেশি অভিবাসী ভূমধ্যসাগর পাড়ি দিয়েছে। এর মধ্যে ২ হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছেন। লিবিয়ার কোস্টগার্ডের কাছে আটক অভিবাসীরা ত্রিপোলিতে শরণার্থী আটক কেন্দ্রে থাকেন।