জাতিসংঘে পাকিস্তানকে ‘টেররিস্তান’ আখ্যা দিলো ভারত

india‘পাকিস্তান হল টেররিস্তান। তাদের নামটা সন্ত্রাসবাদের সঙ্গে জড়িয়ে গিয়েছে। সন্ত্রাসের আতুঁড়ঘর পাকিস্তান। সন্ত্রাসের জন্ম দেওয়া থেকে শুরু করে এর আমদানি-রফতানিতেও যেভাবে তারা মদদ জোগাচ্ছে তা আজ পুরো দুনিয়ার কাছে স্পষ্ট।’ শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এ ভাষাতেই পাকিস্তানকে তুলোধুনা করলো ভারত। ভারত অধিকৃত কাশ্মির নিয়ে পাকিস্তানের বক্তব্যের পাল্টা প্র্রতিক্রিয়ায় দিল্লির এমন আক্রমণাত্মক অবস্থানের জানান দেন জাতিসংঘে নিয়োজিত ভারতের ফার্স্ট সেক্রেটারি এনাম গম্ভীর।

এনাম গম্ভীর বলেন, পাক শব্দের অর্থ খাঁটি। পাকিস্তানে এখন তা সন্ত্রাসের সমার্থক হয়ে দাঁড়িয়েছে। দেশটি এখন খাঁটি জঙ্গি তৈরি করছে। তাদের বিভিন্ন দেশে রফতানি করছে।

মুম্বই হামলায় প্রধান অভি‌যুক্ত হাফিজ সাঈদের কথা উল্লেখ করে গম্ভীর বলেন, সাঈদের মতো একজন জঙ্গিকে আশ্রয় দিচ্ছে পাকিস্তান। তাকে আগলে রেখেছে। শুধু তাই নয়, ওসামা বিন লাদেনকেও তারা আশ্রয় দিয়েছিল। মোল্লা ওমরও পাকিস্তানে ছিল। তাদের প্রতিবেশীরাই জানে পাকিস্তান কেমন দেশ।

উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ আব্বাসি জাতিসংঘে দেওয়া ভাষণে বলেন, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করে চলেছে ভারত। ওই বক্তব্যের প্রেক্ষিতেই ভারতের পক্ষ থেকে এমন আক্রমণাত্মক বক্তব্য আসলো। সূত্র: জি নিউজ।