রোহিঙ্গাদের ত্রাণবহরে পেট্রোল বোমা, নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

burmaমিয়ানমারে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক রেড ক্রসের ত্রাণ সরবরাহ ঠেকাতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। বুধবার রাতে রাখাইনের রাজধানী সিটওয়ে’তে বিভিন্ন ত্রাণসামগ্রী নৌকায় তোলার সময় উগ্রপন্থী বৌদ্ধরা সেখানে হামলা চালায়। লাঠি ও রড হাতে কয়েকশ বিক্ষোভকারী ত্রাণকর্মীদের বাধা দেয়। এ ঘটনায় আন্তর্জাতিকভাবে সমালোচনার মুখে বার্মিজ কর্তৃপক্ষ নয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের ঘোষণা দিলো।

বার্মিজ সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সেনা অভিযানে ক্ষতিগ্রস্তদের জন্য সিটওয়ে থেকে মংডু’তে এসব ত্রাণসামগ্রী নিয়ে যাওয়া হচ্ছিল।

পুলিশ জানিয়েছে, বুধবার রাতে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রস কমিটির ত্রাণবহরে হামলায় অংশ নেওয়ার ঘটনায় নয়জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। দণ্ডবিধির ছয়টি পৃথক ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এসবের মধ্যে বেআইনিভাবে জড়ো হওয়া এবং অপকর্ম সংঘটনের মতো অভিযোগ রয়েছে।