লিবিয়ায় মার্কিন বিমান হামলায় নিহত ১৭ আইএস

লিবিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসকে লক্ষ্য করে মার্কিন বিমান হামলায় ১৭ জন জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এটাই লিবিয়ায় প্রথম মার্কিন বিমান হামলা। সোমাবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

0b86dbab9162455385ba8b8133cda585_18

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ছয়টি ওই আইএস শিবিরে ছয়টি বিমান হামলা চালানো হয়। এতে ১৭ জন নিহত হওয়ার পাশাপাশি তিনটি বাহনও ধ্বংস হয়।

যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড এক বিবৃতিতে দাবি করা হয়, শুক্রবার সির্তের ২৪০ কিলোমিটার দূরে একটি শিবিরে হামলায় চালায় যুক্তরাষ্ট্র। এই ক্যাম্পের মাধ্যমে আইএস সেনাদের লিবিয়ার বাইরে থেকে আনা=নেওয়া করা হয়। সেখান থেকেই হামলার পরিকল্পনা করা হয়, অস্ত্র মজুদ রাখা হয়।

 বিবৃতিতে বলা হয়, আইএস ও আল-কায়েদা লিবিয়ায় অনেক স্থানে ঘাটি স্থাপন করেছে। সেখান থেকেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা। লিবিয়ার সরকারের সঙ্গে যৌথভাবে এই হামলায় চালানো হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, সশস্ত্র ড্রোনের মাধ্যমে এই হামলা চালানো হয়। এর আগে ১৯ জানুয়ারি লিবিয়ায় বিমান হামলা চালানো হয়েছিলৈা। সেসময় ৮০ জন আইএস সদস্য হত্যার দাবি করেছিলো যুক্তরাষ্ট্র।