বিমানের একটি অংশ খুলে গাড়ির উপর আঁছড়ে পড়লো

রানওয়ে থেকে উড্ডয়নের আগে সবকিছুই ঠিকঠাক ছিল বিমানটির। কিছুক্ষণের মধ্যেই দেখা দিল বিপত্তি। হঠাৎ করেই বিমানের পাখা থেকে খুলে পড়লো এর অংশবিশেষ। সেটি গিয়ে আঘাত করলো একটি গাড়ির ছাদে। জাপান টাইমস-এর এক খবর থেকে এসব কথা জানা গেছে।

_97993729_gettyimages-586104734

কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের বিমানটি তখন জাপানের ওসাকা বিমান বন্দর থেকে উড্ডয়ন করছিল। গন্তব্য ছিল নেদারল্যান্ডসের আমস্টারডাম। কর্মকর্তারা বলছেন বিমানটি সবেমাত্র ৬৫০০ ফুট উচ্চতায় উঠেছিল। তখনই ঘটে এ বিপত্তি।
বিমানের পাখা থেকে যে অংশটি খুলে পড়েছে সেটির ওজন ছিল চার কেজির বেশি। খুলে যাওয়া পাখার অংশটি যে গাড়ির উপর পড়েছে সেটির পেছনের কাঁচ ভেঙ্গে গেছে।
এ ঘটনায় কেউ আহত না হলেও এয়ারলাইন্স কর্তৃপক্ষ এর কারণ খুঁজে বের করতে একটি তদন্ত শুরু করেছে। বোয়িং ৭৭৭ বিমানটিতে তিনশ'র বেশি যাত্রী ছিল। অংশবিশেষ খুলে পড়লেও বিমানটি নিরাপদে আমস্টারডাম পৌঁছেছে।
এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সুষ্ঠু তদন্তের জন্য তারা জাপানের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং-এর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।