নওয়াজের পুত্র-কন্যা-জামাতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ছেলে হাসান ও হুসেইন, মেয়ে মরিয়ম এবং জামাতা ক্যাপ্টেন সফদারের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। নির্ধারিত দিনে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) কোর্টে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি হয়। জামিন পেতে তাদের প্রত্যেককে ১০ লাখ রুপির মুছলেকা জমা দিতে বলা হয়েছে।

নওয়াজের মেয়ে, জামাতা ও দুই পুত্র
মঙ্গলবার নওয়াজের তিন সন্তান ও জামাতাকে আদালতে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নওয়াজের কন্যা ও পুত্ররা বর্তমানে মায়ের ক্যান্সারের জন্য লন্ডনে অবস্থান করছেন। নির্ধারিত দিনে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এনএবি।

এদিকে দুর্নীতির অভিযোগে বিচারের মুখোমুখি হতে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) কোর্টে হাজিরা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কয়েক  মিনিট পর আদালত প্রাঙ্গণ ত্যাগও করেছেন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানায়, প্রথম দিন আদালতে হাজির হয়ে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে নওয়াজ বলেছেন তাকে স্ত্রীর কাছে যেতে হবে। আদালতের কাছ থেকে অনুমতি নিয়ে কয়েক মিনিটের মধ্যেই ফিরে যান সাবেক এই প্রধানমন্ত্রী। আগামী ২ অক্টোবর আবারও হাজিরা দিতে হবে নওয়াজকে।