কাবুলে মার্কিন বিমান হামলায় বেসামরিক নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে জঙ্গিদের বিরুদ্ধে চালানো এক মার্কিন বিমান হামায় কয়েকজন বেসামরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্মকর্তা। বুধবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসের ওপর হামলার জবাবে আফগান বাহিনীকে সহায়তা করতেই ওই বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_98048401_042016419

প্রতিবেদনে বলা হয়, জিম ম্যাটিসের অবতরণের কিছুক্ষণের মধ্যেই কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি রকেট হামলা চালায় জঙ্গিরা।তবে িএসব হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রতি আফগানিস্তানে নতুন করে ৩ হাজার মার্কিন সেনা নিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে ন্যাটো মিশন এক বিবৃতিতে জানায়, দুঃখজনকভাবে একটি মিসাইলে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। ফলে কয়েকজনের মৃত্যু হয়। নিহত বেসামরিকদের জন্য আমরা গভীরভাবে শোকাহত। ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

বিমানবন্দরে ওই হামলার দায় স্বীকার করেছে তালেবান ও আইএস। তারা জানায়, ম্যাটিসের বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছিলো তারা।

আফগানিস্তান পৌঁছে ন্যাটো প্রধান জেনস স্টোলেনবার্গ ও আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে কথা বলেছেন।