কাশ্মিরে ঘরে ঢুকে বিএসএফ সদস্যকে হত্যা

 

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক সদস্যের বাড়িতে ঢুকে হত্যা করেছে বন্দুকধারীরা । সেসময় ওই জওয়ান ছুটিতে ছিলেন। বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়। 

1506568122

প্রতিবেদনে বলা হয়, বুধবার রাতে ওই জওয়ানের বাড়িতে গিয়ে তাকে অপহরণের চেষ্টা করা হয়। তার পরিবার বাধা দিলে বন্দুকধারীদের গুলিতে আহত হয় চারজন। ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ রমজান পারে নামে ওই কনস্টেবল।

এই হত্যাকে বর্বর ও অমানবিক বলে উল্লেখ করেছেন জম্মু ও কাশ্মিরের পুলিশ প্রধান এসপি ভাইদ। তিনি দোষীদের সাজা দেওয়ার অঙ্গীকার করেন। 

বিএসএফের ৭৩তম ব্যাটালিয়নের সদস্য রামিজ আহমেদ পারারি ছুটিতে বান্দিপোড়ার হাজিনে আসেন। তিনি রাজস্থানে চাকরিতে কর্মরত ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।