পার্লামেন্ট ভেঙ্গে দিলেন জাপানের প্রধানমন্ত্রী

শিনজো আবেজাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। ফলে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২২ অক্টোবর পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এতে আবে’র দল ভালো ফলাফল করবে বলে মনে করা হচ্ছে।

শিনজো আবে বলেন, এই নির্বাচন জনগণের জীবন রক্ষার জন্য একটি নির্বাচন। উত্তর কোরিয়ার হুমকি সম্পর্কে আমাদের আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সহযোগিতা করতে হবে।

এর আগে গত সোমবার আকস্মিকভাবে পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে আগাম নির্বাচন অনুষ্ঠানের কথা জানান আবে।

বিরোধীদের দুর্বল অবস্থার সুযোগ নিয়ে আবে তার দলকে নির্বাচনের মাধ্যমে আরো শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। পরমাণু ক্ষমতাধর উত্তর কোরিয়ার বিষয়ে শিনজো আবে যে শক্ত নীতি গ্রহণ করেছেন তার প্রতি বেশিরভাগ ভোটারের  সমর্থন রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লিবারেল ডেমোক্র্যোটিক পার্টি বা এলডিপি'র নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বলছে, বর্তমান অবস্থায় আগাম নির্বাচন জরুরি এবং নতুন সরকার দেশের ভবিষ্যত রাজস্ব কর নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে চলমান উত্তেজনা মোকাবেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আগাম নির্বাচন সম্পর্কে আবে বলেছেন, জাপানের নাগরিকদের সুরক্ষা এবং শান্তিপূর্ণ বসবাসের বিষয়টি নিশ্চিত করতে সামনে কঠিন লড়াইয়ে নামতে যাচ্ছেন তিনি। সূত্র: বিবিসি, পার্স টুডে।