লাস ভেগাস হামলায় পুতিন-ওবামার শোক প্রকাশ

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বন্দুকধারীর হামলায় নিন্দা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি, দিয়েছেন পাশে থাকার ঘোষণা। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

1506953906রয়টার্সের বরাত দিয়ে ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, ‘এত মানুষ হত্যার এই অপরাধ খুবই নৃশংস।’

রবিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের কনসার্টে হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৫২৭ জন। পুলিশ বলছে, হামলায় ৬৪ বছর বয়সী স্টিভেন প্যাডোক নামের নিহত এক ব্যক্তিকে তারা শনাক্ত করতে পেরেছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন বিশিষ্ট মার্কিনিরাও। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘আমি ও মিশেল এই ঘটনায় খুবই ব্যাথিত। হামলায় হতাহতের পরিবারের পাশে আছি আমরা।’ সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও ফার্স্ট লেডি হিলারি ক্লিনটনও তাকে সহমর্মিতা প্রকাশ করেছেন। 

মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এক টুইটে বলেন, ‘লাস ভেগাস হামলায় নিহতদের ও তাদের পরিবার এবং প্রিয়জনের জন্য প্রার্থনা করছি এবং আমাদের সহমর্মিতা প্রকাশ করছি। আপনাদের প্রতি আমেরিকান জনগণের ভালবাসা ও প্রার্থনা রয়েছে।’

একজন হামলাকারীই (লোন উলফ) এতে জড়িত বলে জানিয়েছে লাস ভেগাস পুলিশ। সন্দেহভাজন হামলাকারী ৬৪ বছরের স্টিফেন প্যাডক ঘটনাস্থলেই নিহত হয়েছে। তবে তার হোটেল কক্ষ থেকে ১৭টি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। ইতোমধ্যে হামলার দায়ভার স্বীকার করেছে আইএস।