নিকারাগুয়া, হন্ডুরাস ও কোস্টারিকায় ঘূর্ণিঝড়ে নিহত ২০

ঘূর্ণিঝড় ন্যাটের আঘাতে কোস্টারিকা, নিকারাগুয়া ও হন্ডুরাসে অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_98164676_042211087-1

প্রতিবেদনে বলা হয়, মধ্য আমেরিকার এই দেশগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ২০ জনেরও বেশি মানুষ এখনও নিখোঁজ রয়েছে। ঝড়ে সৃষ্ট অতিবৃষ্টিতে ভূমিধস ও বন্যা হয়েছে। রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে, ভেঙে গেছে ব্রিজ।

কোস্টারিকায় প্রায় ৪ লাখ মানুষ এখন বিশুদ্ধ পানির অভাব রয়েছে। হাজার হাজার মানুষ আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে। সেখানে প্রাণ হারিয়েছেন অন্তত ৬ জন। নিকারাগুয়ায় নিহত হয়েছেন ১১ জন।

বৃহস্পতিবার কোস্টারিকায় সব ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে অনেক ফ্লাইট।  আবহাওয়াবিদরা জানান, ন্যাটে আরও শক্তিশালী হয়ে যুক্তরাষ্ট্র উপকূলে আঘাত আনতে পারে।