রোহিঙ্গাদের জন্য মধ্যপ্রাচ্যের তিন দেশের ত্রাণ

মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিধন থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য নতুন করে মানবিক সহায়তা পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের তিনটি দেশ। দেশগুলো হলো কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরান। ত্রাণ পাঠানোর ক্ষেত্রে আমিরাতের সঙ্গে সমন্বয় করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।




কাতারের চ্যারিটি গোষ্ঠীর ত্রাণতুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর মানুষের কাছে বৃহস্পতিবার (১২ অক্টোবর) কাতারভিত্তিক চ্যারিটি গোষ্ঠীর পক্ষ থেকে ত্রাণ সরবরাহ করা হয়েছে। ত্রাণ সরবরাহের ছবিও প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।

ইউএনএইচসিআর এর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে সংযুক্ত আরব আমিরাতও।

সংযুক্ত আরব আমিরাতের ত্রাণ

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ১১ অক্টোবর বুধবার দুবাইয়ের বিমানবন্দরে একটি বিমানে ত্রাণগুলো ভরতি করেছেন ত্রাণকর্মীরা।  

ইরানের ত্রাণ
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি (আইআরসিএস) এর প্রেসিডেন্ট আলি আসগর পেইভান্দি জানান, তৃতীয়বারের মতো দেশটি নিপীড়িত রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে। আইআরসিএস এর সদস্যরাই কার্গো বিমানে ত্রাণগুলো উঠিয়ে দেয়। আলি আসগর জানান, ৩০ টন ওজনের ওই ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে খাবার ও চিকিৎসা সরঞ্জামাদি। তিনি আরও জানান, শরণার্থী পরিস্থিতি মোকাবিলায় এ পর্যন্ত ১০০ টন ওজনের ত্রাণ পাঠিয়েছে ইরান।  

/এফইউ/