সিরিয়ার মায়াদিন শহর পুনরুদ্ধার সরকারি বাহিনীর

সিরিয়ার মায়াদিন শহরটি আইএস দখলমুক্ত করেছে দেশটির সেনাবাহিনী। রবিবার এমনটা দাবি করেছে রাশিয়ার সেনাবাহিনী। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

50e6c40ecaf441cea93f704a2def07f6

প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার গুরুত্বপূর্ণ মায়াদিন শহর পুনরুদ্ধার করেছে সরকারি বাহিনী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল আইগর কোনশেনকোভ জানান, আইএস’র দখল থেকে মায়াদিনকে পুরোপুরি মুক্ত করেছে সিরিয়ার সেনাবাহিনী।

সিরিয়ার পূর্বাঞ্চলে মায়াদিনেই আইএস’র শেষ শক্তিশালী ঘাঁটি ছিল।  তিনি বলেন, রুশ যুদ্ধবিমানের সহায়তায় আইএসের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে সিরীয় সেনাবাহিনী।

ছয় বছর ধরে সিরিয়ার চলমান গৃহযুদ্ধে অন্তত তিন লাখ মানুষ নিহত হয়েছেন। এক কোটি ১০ লাখ মানুষ এই সময়ে গৃহহারা হয়েছেন বলে ধারণা করা হয়। ২০১৪ সালে আইএস রাক্কা শহর দখল করে নিজেদের তথাকথিত খিলাফতের রাজধানী হিসেবে ঘোষণা করে। রাক্কায় এখন কতজন বেসামরিক নাগরিক অবস্থান করছেন তা সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।