‘বোমা নিক্ষেপের আগ পর্যন্ত’ উ. কোরিয়ার সঙ্গে কূটনীতি চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়া প্রথম বোমা নিক্ষেপের আগ পর্যন্ত দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্র কূটনীতি চালিয়ে যাবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। রবিবার তিনি জানান, উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যেতে।

রেক্স টিলারসন

মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন’র ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে টিলারসন এ কথা জানান। অনুষ্ঠানে ট্রাম্পের বক্তব্যে টিলারসনের সময়ক্ষেপণের বিষয়টি উড়িয়ে দিয়েছেন।  

টিলারসন বলেন, ট্রাম্প আমাকে স্পষ্ট করে বলে দিয়েছেন কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যেতে।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে গত কয়েক মাস ধরেই উভয় দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কয়েকদিন আগে ট্রাম্প টুইটারে এক পোস্টে ইঙ্গিত দেন, লিটল রকেট ম্যানের সঙ্গে আলোচনা করে টিলারসন সময় অপচয় করছেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষনে ট্রাম্প উত্তর কোরীয় নেতাকে লিটল রকেট ম্যান হিসেবে আখ্যায়িত করে ব্যাঙ্গ করেছিলেন। সূত্র: রয়টার্স।