তিউনিশিয়ায় উপকূল থেকে ১৮ মরদেহ উদ্ধার

তিউনিশিয়ার উপকূল থেকে ১০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। এর আগে গত সপ্তাহে ডুবে যাওয়া নৌকাটি থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়েছিলো। সবমিলে নিহতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। রবিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

20170615_2_24256897_23188612-1

প্রতিবেদনে বলা হয়, সোমবার দক্ষিণাঞ্চলের উপকূল থেকে ৫৪ কিলোমিটার দূর থেকে আট মরদেহ উদ্ধার করা হয়েছিলো। জীবিত উদ্ধার করা হয় ৩৮ জনকে।

উদ্ধারকৃতদের সঙ্গে কথা বলে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, নৌকায় ৭০-৮০ জনের মতো ছিলো। তিউনিশিয়ায় এই ঘটনা নিয়ে ক্ষোভ বিরাজ করছে। ডুবে যাওয়াদের স্বজনরা দুইটি শহরে বিক্ষোভ করেছে।

গত কয়েক সপ্তাহে ইতালির উদ্দেশ্যে পাড়ি জমানো নৌকাগুলোতে গুলি করেছে তিউনিশিয়ার সরকারি বাহিনী। কর্মসংস্থানের খোঁজে ইতালি যাওয়ার চেষ্টা করছে তিউনিশিয়ার যুবকরা।