কুর্দি নিয়ন্ত্রিত কিরকুকে প্রবেশ করছে ইরাকি বাহিনী

ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত এলাকা কিরকুক প্রদেশে প্রবেশ করেছে দেশটির সেনাবাহিনী। ‍কুর্দি নিরাপত্তা কর্মকর্তা জানায়, সেখানে একটি বিমানঘাঁটি ও তেলের খনি দখলে যাচ্ছে তারা। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_98327812_hi042397047

প্রতিবেদনে বলা হয়,  ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আবাদি ইসলামিক স্টেট গ্রুপের বিরুদ্ধে অভিযান জোরদার করতে সোমবার সরকারি বাহিনীকে তেল সমৃদ্ধ কিরকুক প্রদেশে প্রবেশের নির্দেশ দিয়েছে।

ইরাকের আল-ইরাকিয়া টেলিভিশন চ্যানেল জানায়, কিরকুকের বিভিন্ন এলাকায় ইরাকের কাউন্টার টেরিরিজম সার্ভিস, ফেডারেল পুলিশ বাহিনী ও নবম সাঁজোয়া ডিভিশন মোতায়েন করা হয়েছে। কোনও ধরনের বাধা ছাড়াই এ সৈন্য মোতায়েন প্রক্রিয়া সহজভাবে চলে।

পরিস্থিতি সহজ করতে দুই পক্ষকে সংলাপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক মুখপাত্র জানান, তারা ঐক্যবদ্ধ ইরাককে সমর্থন দিয়ে যাবে।