আফগানিস্তানে পুলিশ ক্যাম্পে তালেবানের হামলা, নিহত ১৫

আফগানিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলের একটি পুলিশ প্রশিক্ষণ ক্যাম্পে জঙ্গি গোষ্ঠী তালেবানের আত্মঘাতী হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

WEB-AFGHANISTAN-UNREST

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার আত্মঘাতী হামলাকারী ও বন্দুকধারীরা এই হামলা চালায়। এতে নারী, শিক্ষার্থী ও পুলিশ নিহত হন।

পাকতিয়া প্রদেশের রাজধানী গারদেজের জনস্বাস্থ্য বিষয়ক পরিচালক হেদাউতুল্লাহ হামিদিও এই তথ্য নিশ্চিত করেছেন।

ইতোমধ্যে এক টু্ইটবার্তায় হামলার দায়ভার স্বীকার করেছে তালেবান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রথম আত্মঘাতী হামলাকারীরা একটি গাড়ি বিস্ফোরণ ঘটায়। এতে করে হামলাকারীরা ভেতরে প্রবেশ করে। সেখানে পুলিশের সঙ্গে তাদের লড়াই চলে।

 

স্থানীয় এক কর্মকর্তা জানান, দুটি গাড়িবোমা পুলিশের প্রাদেশিক সদর দফতরের দরজা উড়িয়ে দেয়।