উ. কোরিয়া আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র বাঁচবে না: পিয়ংইয়ং

উত্তর কোরিয়া জাতিসংঘকে বলেছে, মার্কিন সরকার সেদেশের বিরুদ্ধে বিদ্বেষী নীতি পরিত্যাগ না করা পর্যন্ত পরমাণু অস্ত্র ধ্বংস করার লক্ষ্যে আলোচনায় বসবে না পিয়ংইয়ং। জাতিসংঘের পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক এক বৈঠকে সোমবার জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং একথ বলেন মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

8525481914ec4aadb869a3928d88c3f4_18

প্রতিবেদনে বলা হয়, প্রতিবছর পারমাণবিক পরীক্ষাসহ বড় আকারের সামরিক মহড়ার ইঙ্গিত দিয়েছেন কিম জং রিংয়ং। কিম জং উনকে উৎখাতে যুক্তরাষ্ট্রের গোপন অভিযানের চেয়ে এই মহড়া আরও মারাত্মক হবে বলে জানান তিনি।

বৈঠকে উপ-রাষ্ট্রদূত কিম ইন-রিয়ং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমেরিকার গোটা মূল ভূখণ্ড এখন আমাদের হামলার আওতায় রয়েছে। কাজেই মার্কিন সরকার যদি উত্তর কোরিয়ার এক ইঞ্চি ভূমিতেও আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখায় তাহলে সে পৃথিবীর কোনো প্রান্তে গিয়েই আমাদের শাস্তিমূলক পদক্ষেপ থেকে বাঁচতে পারবে না।”

তিনি বলেন, “কোরীয় উপদ্বীপের পরিস্থিতি বিস্ফোরণের পর্যায়ে রয়েছে এবং যেকোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ শুরু হয়ে যেতে পারে।”

যুক্তরাষ্ট্রে নীতিকে ‘বিদ্বেষী’ উল্লেখ করে পরমাণু হামলার হুমকি পুরোপুরি কেটে না যাওয়া পর্যন্ত আমরা কোনও অবস্থায় পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিয়ে আলোচনার টেবিলে বসবে না বলেও জানান তিনি।

উত্তর কোরিয়ার উপ-রাষ্ট্রদূত বলেন, একটি পরিপূর্ণ পরমাণু শক্তিধর দেশে পরিণত হওয়ার চূড়ান্ত দরজা অতিক্রম করেছে তার দেশ। এর অর্থ হচ্ছে উত্তর কোরিয়া এখন যেকোনো সময় পরমাণু বোমার হামলা চালাতে পারে।