আফগানিস্তানের পাকিস্তান সীমান্তে ২৪ ঘণ্টায় তিনবার ড্রোন হামলা, নিহত ৩১

আফগানিস্তানের পাক-আফগান সীমান্তের কাছাকাছি এলাকায় মার্কিন নেতৃত্বাধীন জোটের ড্রোন হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। গত ২৪ ঘণ্টার মধ্যে তিনবার ড্রোন হামলা চালানো হয়। বুধবার দক্ষিণ এশীয় সংবাদমাধ্যম সাউথ এশিয়ান মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

drone230

প্রতিবেদনে বলা হয়,পাক-আফগান সীমান্তের পাকতিয়া প্রদেশের গুজদারি এলাকায় মঙ্গলবারের এক ড্রোন হামলায় অন্তত ছয়জন নিহত এবং একজন আহত হয়। ওই এলাকায় ড্রোন দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। হামলার পর ওই এলাকার ওপর দিয়ে অনেক ড্রোন উড়ে যেতে দেখা যায়। দিনের প্রথম হামলাটি চালানো হয় পাকতিয়ার খানাচি এলাকায়। সেখানে পাঁচজন নিহত এবং একজন আহত হয়।

জান যায়, তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), জামায়াত-উল-আহরার এবং হাক্কানি নেটওয়ার্কের গোপন আস্তানা লক্ষ্য করে মোট ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ওই এলাকার সরকারি প্রশাসন জানিয়েছে, সোমবার ড্রোন হামলা হয়েছে। তবে পাকিস্তানি এলাকায় কোনো হামলা হয়নি। সোমবার একই এলাকায় ড্রোন হামলায় অন্তত ২০ জন নিহত এবং ১০ জন আহত হয়েছে। ওই সময় ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে খবর পাওয়া গেছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ সোমবার রাতে টেলিভিশন অনুষ্ঠারন ‘জিও আপাস কি বাত’ এ বলেন, শান্তি-প্রক্রিয়া যখন আবার শুরু হতে যাচ্ছে, তখন আমি মনে করি যুক্তরাষ্ট্রের উচিত সংযত থাকা, সেটা পাকিস্তান বা আফগানিস্তান যেখানেই হোক না কেন।

তিনি বলেন, ‘পাকিস্তানে যেকোনো ধরনের হামলা সুস্পষ্ট লঙ্ঘন। আমরা এটাকে অবশ্যই হামলা হিসেবে নেব। আমরা যুক্তরাষ্ট্রকে পরিষ্কারভাবে বলব, এ ধরনের লঙ্ঘনের প্রতিক্রিয়া হবে।’