ইয়েমেনে সৌদি বিমান হামলায় সরকারি বাহিনীর ৮ জন নিহত

ইয়েমেনের উত্তরাঞ্চলে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় দেশটির সরকারি বাহিনীর অন্তত আটজন নিহত হয়েছেন। বুধবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

2017_3_27-People-walk-on-the-rubble-of-a-house-destroyed-by-a-Saudi-led-air-strike

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার রাতে ইয়েমেনের সীমান্ত রক্ষী বাহিনীর নিয়ন্ত্রিত একটি এলাকায় এই হামলা চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা দাবি করেন, ভুলবশত এই হামলা চালিয়ে থাকতে পারে সৌদি আরব।

তবে এখনও সৌদি জোট বা ইয়েমেন সরকারের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। এক সূত্র জানায়, ওই অঞ্চলে হুথি বাহিনীর সঙ্গে সৌদি জোটের লড়াই চলছিলো। এই ঘটনায় কয়েকজন সেনা আহতও হয়েছেন।

লোহিত সাগর উপকুলসহ ইয়েমেনের উত্তরাঞ্চলের বেশিরভাগই বিদ্রোহীরা নিয়ন্ত্রণ করছে। তবে মিডি বন্দরসহ সৌদি সীমান্তের কাছাকাছি বেশকিছু বিদ্রোহী এলাকা সরকার নিয়ন্ত্রণ করছে। ইরান সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি আরবের নেতৃত্বাধীন জোট সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে দুই বছর ধরে গৃহযুদ্ধ চলছে। আল কায়েদা এই গৃহযুদ্ধের সুযোগ নিয়ে ইয়েমেনে নিজেদের অবস্থান শক্তিশালী করছে। একিউএপি ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় বিভিন্ন প্রদেশে সক্রিয় রয়েছে

জাতিসংঘের মতে এই লড়াইযে ১০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের অনেকেই বেসামরিক নাগরিক।