মালয়েশিয়ায় ভবন ধস: আটকা পড়াদের মধ্যে বাংলাদেশি থাকার আশঙ্কা

মালয়েশিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় পেনাং প্রদেশে নির্মাণাধীন এক ভবন ধসের ঘটনায়  তিন বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকদের দুজন ইন্দোনেশীয়। অন্যজন মিয়ানমারের নাগরিক। শনিবার সেখানকার জর্জ শহরের  এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১১ জন। কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে আটকে পড়াদের অধিকাংশই বাংলাদেশি, ইন্দোনেশীয় ও রোহিঙ্গা শরণার্থী বলে আশঙ্কা করা হচ্ছে। noname

রয়টার্স জানিয়েছে, নির্মাণাধীন ভবনটিতে ৪৯ তলা বিশিষ্ট কনডমিনিয়াম টাওয়ার নির্মাণ করা হচ্ছিল। ভূমিধসের ঘটনায় ওই নির্মাণকাজের একজন মালয়েশীয় সুপারভাইজারও নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

পেনাং-এর অগ্নি নির্বাপন ও উদ্ধার তৎপরতা বিষয়ক দফতরের পরিচালক স্যাডন মোখতার বলেন, এই মুহূর্তে সমস্যা হচ্ছে, আমাদের ৩৫ মিটার পর্যন্ত খনন করে দেখতে হবে। ঘটনার শিকার ব্যক্তিদের অনুসন্ধানে কে৯-এর একটি ইউনিট কাজ করছে। তাদের সঙ্গে রয়েছে তিনটি প্রশিক্ষিত কুকুর।