সু চিকে ইমেজ নষ্ট না করার পরামর্শ মোদির

রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযানের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী যে ক্ষোভ তৈরি হয়েছে, মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে সেটির পক্ষে অবস্থান নিয়ে নিজের ভাবমূর্তি নষ্ট না করার পরামর্শ দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এই কথা জানিয়েছেন। সে দেশের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া-পিটিআই এই খবর জানিয়েছে।
ফাইল ছবিতে সু চি আর মোদি

বাংলাদেশ ও ভারতের মধ্যকার যৌথ পরামর্শ কমিশনের চতুর্থ বৈঠকে অংশ নিতে রোববার দুপুরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা আসেন। এরপর তিনি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এসব কথা বলেছেন।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সুষমা স্বরাজকে উদ্ধৃত করে পিটিআই-কে বলেন, ‘তিনি (নরেন্দ্র মোদি) তাকে (সু চি) বলেছেন- বিশ্বে আপনার অত্যন্ত ভালো ভাবমূর্তি রয়েছে, সেটিকে ধ্বংস করবেন না।’

গতমাসে মিয়ানমার সফরে তিনি যখন সু চির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করে রাখাইনে অভিযানে পক্ষে মত দেন, তখন বাংলাদেশি মিডিয়ার তোপে পড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পিটিআই বলছে, কবে কখন মোদি ওই মন্তব্য করেছেন তা স্পষ্ট নয়।