রোহিঙ্গা ইস্যুতে সু চি'র নিষ্ক্রিয়তা ক্ষমার অযোগ্য

nonameদুনিয়াজুড়ে আধুনিক সংবাদপত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় কার্টুন। এতে উঠে আসে সমাজ ও রাজনীতির চলমান নানা অসঙ্গতি। একজন কার্টুনিস্ট চেষ্টা করেন নিজের কাজে মধ্য দিয়ে তার চারপাশের পৃথিবীর একটি চিত্র তুলে ধরতে। সম্প্রতি রোহিঙ্গা ইস্যু নিয়ে একটি কার্টুন প্রকাশ করেছে ওমানভিত্তিক সংবাদমাধ্যম টাইমস অব ওমান। পত্রিকাটি এর শিরোনাম করেছে রোহিঙ্গা ইস্যুতে সু চি'র নিষ্ক্রিয়তা 'ক্ষমার অযোগ্য’।

কার্টুনটিতে দেখানো হয়েছে, সু চি’র দিকে হাত বাড়িয়ে রেখেছেন একদল অসহায় রোহিঙ্গা। তার কাছে সাহায্য চাইছেন তারা। কিন্তু কাপড় বেঁধে মুখে কুলুপ এঁটে রেখেছেন সু চি। তার এমন আচরণ মানবতার জন্য এক অমার্জনীয় অপরাধ।