সিরিয়ার আল কারতিয়ানে ৩ সপ্তাহে আইএসের হত্যাযজ্ঞে নিহত ১২৮

সিরিয়ার আল কারতিয়ান শহরে তিন সপ্তাহে ১২৮ জন বেসামরিক নাগরিক হত্যা করেছে আইএস। অক্টোবরের শুরুর দিকে দখল করে শুক্রবার পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত এই হত্যাযজ্ঞ চালানো হয় বলে জানিয়েছে মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

4bn0bcbf4cb204undw_800C450

প্রতিবেদনে বলা হয়, অক্টোবরে  শুরুর দিকে এই শহরটি দখল করে আইএস। শেষ সপ্তাহে এসে পুনরুদ্ধার করে প্রেসিডেন্ট বাশার আল আাসাদের অনুগত বাহিনী। 

মানবাধিকার কর্মীরা জানান, বেসামরিকরা সরকারি বাহিনীকে সহায়তা করছিলো্ এমন অভিযোগ এনে তাদের হত্যা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গত তিন সপ্তাহ ধরে আইএস ওই শহরে ব্যাপক হত্যাকাণ্ড ও ধ্বংসযজ্ঞ চালায়। এর মধ্যে ৪৮ ঘণ্টায় তারা অন্তত ৮৩ জনকে হত্যা করে।

সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান জানান, অন্তত ৩৫ জনের লাশ একটি গভীর খাদের ভেতরে পাওয়া গেছে এবং বাকিদের লাশ শহরে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। সংস্থাটি আশংকা করছে, মৃতের সংখ্যা আরো অনেক বাড়তে পারে।

২০১৬ সালের এপ্রিল মাসে কারিয়াতায়িন শহরটি আইএস করে সিরিয়ার সেনারা। কিন্তু চলতি বছরে সেপ্টেম্বরের শেষ দিকে সন্ত্রাসীরা আবার শহরটি দখলে করে নেয়।  

পালমিরা কোঅরডিশেন কমিটির সদস্য মোহম্মদ আল হোমসি বলেন, নিহত ৯০ জনের পরিচয় খুব শিগগিরই প্রকাশ করা হবে। বেশিরভাগই পুরুষ। তবে কয়েকজন শিশুও আছে বলে জানান তিনি।