রোহিঙ্গা সংকট

দায়িত্ব নিয়েই কানাডীয় বিশেষ দূত বললেন, ‘দেখা যাক কী হয়’

রাখাইন রাজ্যের সংকট মোকাবিলাসহ বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালাতে আগামী সপ্তাহে মিয়ানমার সফরে যাচ্ছেন মিয়ানমারে কানাডার বিশেষ দূত বব রায়ে। সোমবার দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাকে নিয়োগ দেন। কানাডাভিত্তিক সংবাদমাধ্যম সিবিসি নিউজ জানিয়েছে, শিগগির রোহিঙ্গা ইস্যুতে কাজ শুরু করতে আগামী সপ্তাহে মিয়ানমারে যাবেন বব রায়ে।

pst050907-bobrae1
সিবিসি নিউজকে বব রায়ে বলেন, ‘অলৌকিক কিছু ঘটিয়ে ফেলতে পারার ভান করতে চাই না। এটি অত্যধিক মাত্রার মানবিক সংকট। এক্ষেত্রে কানাডা ও অন্য দেশগুলোর অটল সহযোগিতা প্রয়োজন।’ 

এর জন্য অন্য দেশের কর্মকর্তাদের সঙ্গে যতটা সম্ভব আলাপ করে যাবেন বলেও জানান রায়ে। তিনি বলেন, ‘আমি মনে করি, প্রধান কাজ হবে চেষ্টা চালিয়ে যাওয়া এবং যতটা পারা যায় প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করা। আমি মনে করি, এটি অটলভাবে নিয়োজিত থাকার বিষয়।’

আগামী জানুয়ারির শেষ পর্যন্ত রাখাইন ইস্যুতে কাজ করবেন বব রায়ে। শেষ পর্যন্ত কী ফলাফল আসবে তা নিয়ে বব বলেন ‘দেখা যাক কী হয়।’