পাশ্চাত্যকে অনুসরণ করে কেউ উপকৃত হয়নি: এরদোয়ান

রজব তাইয়্যেব এরদোয়ানতুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইউরোপ ও আমেরিকাকে অনুসরণ করে কেউ উপকৃত হয়নি। তারা সন্ত্রাসবাদে সমর্থন দিচ্ছে। পিকেকে ও ওয়াইপিজি'র মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর পৃষ্ঠপোষকতা করছে। এই সত্য ঢেকে রাখার মতো নয়। মঙ্গলবার তুরস্কের ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির পার্লামেন্টারি কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।

রজব তাইয়্যেব এরদোয়ান বলেন, আমেরিকা সাড়ে তিন হাজার ট্রাক অস্ত্র সিরিয়ায় তৎপর কুর্দিদের হাতে তুলে দিয়েছে। জার্মানি ও ফ্রান্স সন্ত্রাসীদের প্রতি সমর্থনের পাশাপাশি মিছিল-সমাবেশের মতো ঘটনায় ইন্ধন দিচ্ছে।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে এমন কাউকে পাওয়া যাবে না যারা পাশ্চাত্যকে অনুসরণের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়নি। এ কারণে ভবিষ্যতে যখন মধ্যপ্রাচ্যে সংকটের অবসান ঘটবে তখন এই অঞ্চলের মানুষেরাই পরস্পরের পাশে দাঁড়াবে।

তিনি বলেন, আঙ্কারা কুর্দি জনগোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করছে না। বরং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছে। কারণ যখন কেউ পিকেকে এবং দায়েশ (আইএস)-এর মতো সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য হয় সেটাই আমাদের একমাত্র উদ্বেগের বিষয়। পিকেকে এবং পিওয়াইডি’র মতো দলগুলো আমাদের কুর্দি ভাইদের শোষণ করছে। তারা সাধারণ কুর্দিদের ব্যবহার করছে।

এরদোয়ান বলেন, তুরস্ক তার অন্য ভাইদের মতো কুর্দিদেরও পুরনো বন্ধু। তার্কম্যান  ও আরবদের আমরা যেভাবে দেখি, ইরাক ও সিরিয়ার কুর্দিদেরও আমরা একই চোখে দেখি। কোনও সম্প্রদায়ের মানুষই অন্য সম্প্রদায়ের চেয়ে উচ্চতর নয়। তবে যারা সন্ত্রাসীদের সমর্থন দেয়, কোনও অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না। সূত্র: রয়টার্স।