অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রীকে অযোগ্য ঘোষণা

অস্ট্রেলিয়ার উপ প্রধানমন্ত্রী বার্নাবি জয়েসসহ পাঁচজন রাজনীতিবিদকে অযোগ্য করেছে দেশটির একটি আদালত। তাদের বিরুদ্ধে অভিযোগ, প্রত্যেকের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_98498907_38efcf72-3f9c-4e83-9b1a-927b365e4978

প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার হাইকোর্টের রায় অনুযায়ী জোয়েসসহ তিনজন রাজনীতিবিদতে বহিষ্কার করা হয়েছে। দেশটির সংবিধান অনুযায়ী দ্বৈত নাগরিকত্বের কোনও ব্যক্তি নির্বাচিত পারবেন না।

জয়েসের এই চলে যাওয়াতে সরকারের গুরুত্বপূর্ণ আসন শূন্য হয়ে পড়লো। তবে আরেকটি নির্বাচনের মধ্য দিয়ে তারা আসার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

গত আগস্টে নিউজিল্যান্ডের নাগরিকত্বের কথা জানান জয়েস।   রায় নিয়ে তিনি বলেন, ‘আমি আদালতের রায়কে সম্মান জানাই। আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি। আমি আদালতকে তার রায়ের জন্য ধন্যবাদ জানাই।’