ইরান সফরে ভ্লাদিমির পুতিন

ভ্লাদিমির পুতিনযুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাম্প্রতিক টানাপড়েন এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরান সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার তিনি তেহরান পৌঁছান। সফরে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। দ্বিপাক্ষিক আলোচনায় ছয় জাতির সঙ্গে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতার প্রতি ট্রাম্প প্রশাসনের অনাস্থার বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়া দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক নিয়েও পুতিনের সঙ্গে আলোচনা করবেন ইরানি কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

২০১৭ সালের অক্টোবরে ট্রাম্প হুঁশিয়ারি দেন, ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি থেকে যে কোনও সময় যুক্তরাষ্ট্র বেরিয়ে যেতে পারে। কারণ এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বাজে চুক্তি। তেহরান চুক্তির শর্ত মানছে না। কাজেই হোয়াইট হাউস আর এই চুক্তি প্রত্যয়ন করবে না। এর প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়ি বলেন, যুক্তরাষ্ট্র যদি পরমাণু সমঝোতা ছিঁড়ে না ফেলে তাহলে আমরাও সেটি ছিঁড়বো না। আর যদি তারা সমঝোতা ছিঁড়ে ফেলে তাহলে আমরা সেটিকে টুকরো টুকরো করে ফেলবো।

চুক্তি থেকে সরে যাওয়ার ট্রাম্পের ঘোষণার পর এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স জানায়, চুক্তির প্রতি তাদের অঙ্গীকার অব্যাহত থাকবে। ফলে উদ্ভূত পরিস্থিতিতে পরমাণু চুক্তির ভবিষ্যত নিয়ে পুতিনের সঙ্গে আলোচনা করবেন ইরানি কর্মকর্তারা।

সিরিয়া সংকটে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রধান পৃষ্ঠপোষক রাশিয়া ও ইরান। যুক্তরাষ্ট্র, তুরস্ক, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের অধিকাংশ দেশ আসাদকে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠার অন্তরায় মনে করে। আসাদের ক্ষমতা সংহত করার বিষয়টি তাই রাশিয়া ও ইরান উভয় দেশের জন্যই গুরুত্বপূর্ণ।

সফরে রাশিয়া, ইরান ও আজারবাইজান’কে নিয়ে ত্রিদেশীয় এক বৈঠকেও অংশ নেবেন পুতিন।