এমপি চার্লি এলফিককে বহিষ্কার করলো কনজারভেটিভ পার্টি

_98609133_3777fd90-0c1c-46f3-be46-5ea86f39141d

নিজ দলের সংসদ সদস্য (এমপি) চার্লি এলফিককে বরখাস্ত করেছে কনজারভেটিভ পার্টি। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, তারা পুলিশের কাছ থেকে কনজারভেটিভ পার্টির সাবেক এই হুইপের বিরুদ্ধে ‘গুরুতর অভিযোগ’ পেয়েছে।

২০১০ সাল থেকে ডোভারের এমপি নির্বাচিত হয়ে এসেছেন চার্লি এলফিক। তার বিরুদ্ধে উঠা অভিযোগ তিনি অস্বীকার করেছেন।

টুইটারে দেওয়া এক পোস্টে ৪৬ বছর বয়স্ক এলফিক লিখেছেন, ‘পার্টি আমার বহিষ্কারের খবর আমাকে জানানোর আগে প্রেসকে জানিয়েছে।’ তিনি তার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা জানেন না বলেও দাবি করেন।

তিনি আরও জানান, অভিযোগের প্রকৃতির ব্যাপারে পার্টি কোনও ডিটেইলস দিতে পারবে না। এমনকি, কে বা কারা অভিযোগ করেছে, তাও প্রকাশ করবে না। বিবিসি।