মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবে কানাডা: বিশেষ দূত

 

বাংলাদেশ-মিয়ানমারসহ যারা রোহিঙ্গা সংকট নিরসনে সত্যিই ভূমিকা রাখতে চায়, তাদের সঙ্গে এক হয়ে কানাডার অনেক কিছু করার আছে বলে মন্তব্য করেছেন  সে দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিশেষ দূত বব রে। বাংলাদেশ সফরে এসে শীর্ষ এই কূটনীতিক জানিয়েছেন, সংকট নিরসনে মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখবে কানাডা। কানাডীয় সংবাদমাধ্যম সিটিভির প্রতিবেদন থেকে এসব কথা জানা গেছে।
রোহিঙ্গা শিবিরে বব রে












ক্যামেরা আর কর্মীদের উপস্থিতি ছাড়াই বব রে কক্সবাজোরের শরণার্থী শিবিরে আশ্রিত বাংলাদেশে পালিয়ে আসা ১২ জন রোহিঙ্গা নারীর সঙ্গে দেখা করেছেন। রোহিঙ্গাদের কাছ থেকে রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনীর চালানো তাণ্ডবের বিবরণ শুনেছেন তিনি। যৌন নিপীড়ন, বিমান হামলা, শিরশ্ছেদ এবং শিশুদের ওপর চাপাতি নিয়ে হামলাসহ বিভিন্ন ভয়াবহ সহিংসতা প্রত্যক্ষ করার বর্ণনা দিয়েছেন রোহিঙ্গা শরণার্থীরা।
রোহিঙ্গা শিবির পরিদর্শন শেষে বব রে বলেন, ‘যা ঘটেছে তাতে লোকজন অনেক বেশি আতঙ্কগ্রস্ত ও আঘাতপ্রাপ্ত হয়ে পড়েছে। আমি বলতে পারি এগুলো অকল্পনীয় ঘটনা, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা যে বিশ্বে বাস করছি সেখানে এগুলো এখন স্বাভাবিক হয়ে পড়েছে।’
সোমবার বব রে ছুটে যাবেন মিয়ানমারে। কক্সবাজারে রোহিঙ্গাদের মুখ থেকে তিনি যা শুনেছেন, নিজের চোখে শরণার্থী শিবিরে তাদের যে বিপন্নতা দেখেছেন; সেগুলো নিয়েই তিনি কথা বলবেন মিয়ানমারের সেনা কর্মকর্তাদের সাথে। রোহিঙ্গাদের কাছ থেকে জানতে পারা নিপীড়নের ঘটনাগুলোর বর্ণনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর কাছে উপস্থাপন করবেন রায়ে।