নেদারল্যান্ডসে ইরানি রাজনীতিবিদকে গুলি করে হত্যা

ইরানে আরব জাতীয়তাবাদী গ্রুপের প্রতিষ্ঠাতা রাজনীতিবিদ মোলা নিসিকে নেদারল্যান্ডসে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ডাচ পুলিশ তারা লাশ উদ্ধার করে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম গালফটাইমস এর এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

1120179175958177160140

প্রতিবেদনে বলা হয়, ইরানের আহওয়াজের স্বাধীনতার জন্য লড়াই করেছেন মোলা নিসি। খুজস্তোন প্রদেশের এই শহরটি তেল সমৃদ্ধ। মুক্তি আন্দোলনে আরব স্ট্রাগল মুভমেন্ট ফর দ্য লিবারেশন অব আহওয়াজ(এএসএমএলএ) নামে একটি দল গড়ে তোলেন।

ডাচ পুলিশ এক বিবৃতিতে জানায়, পালানোর সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাকে সংশ্লিষ্টতা তদন্ত করা হচ্ছে।

ঘটনার সঙ্গে সঙ্গেই প্যারামেডিক দল এসে মোলা নিসিকে চিকিৎসা দিতে শুরু করেন। কিন্তু এর কিছুক্ষণ পরই মারা যান তিনি।

ইরানে আহভাজি আরব সংখ্যালঘু জনগোষ্ঠী। তাদের অভিযোগ, ইরানের নাগরিক অধিকার থেকে বঞ্চিত তারা। জুলাইয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছিলেন, তারা আহওয়াজ এলাকাটি ইরানি দখল থেকে ‍মুক্ত করার জন্য আন্দোলন করছেন।

এএসএমএলএল’র সশস্ত্র শাখা মহিউদ্দিন আল নাসের মার্টাস ব্রিগেড ইরানে বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে। এর মধ্যে জানুয়ারিতে তাদের হামলায় ইরানের রেভ্যুলশনারি গার্ডের দুজন নিহত হয়েছেন।