সৌদি আরবের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে অপহরণের অভিযোগ লেবাননের

সৌদি আরবের বিরুদ্ধে প্রধানমন্ত্রী সাদ হারিরিকে অপহরণ করার অভিযোগ তুলেছে লেবানন। দেশটির প্রেসিডেন্ট মিশেল আউন অবিলম্বে তার মুক্তি দাবি করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের সূত্রে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এসব কথা জানিয়েছে।

লেবাননের পদত্যাগ করা প্রধানমন্ত্রী সাদ হারিরি

লেবাননের রাজধানী বৈরুতে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট আউন এ কথা বলেছেন এবং শনিবার দেশটির একজন সরকারি কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করলেও নাম প্রকাশ করতে চাননি।

এদিকে, প্রেসিডেন্ট মিশেল আউনের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে সাদ হারিরির পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী সাদ হারিরি সন্দেহজনক পরিস্থিতির মধ্যে বাস করছেন। তার এই রহস্যজনক অবস্থানের কারণে সাদ হারিরি যা কিছু বলেছেন বা বলতে পারেন তাতে বাস্তবতার কোনো চিত্র প্রতিফলিত হবে না।

প্রেসিডেন্ট আউন বলেন, সৌদি আরবকে পরিষ্কার করতে হবে- গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দেয়ার পরও কেন হারিরি দেশে ফেরেননি। দেশের প্রধানমন্ত্রী এমন বাজে অবস্থানের মধ্যে থাকবেন- লেবানন তা মানতে পারে না এবং এটা আন্তর্জাতিক চুক্তি ও মানসম্মত আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।