‘ইসরায়েলকে মোকাবিলায় প্রস্তুত হিজবুল্লাহ’

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যেকোনও সামরিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির নির্বাহী পরিষদের উপ প্রধান শেখ নাবিল কাউক। তিনি বলেন, ‘লেবাননের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের প্রতিক্রিয়া কী হবে ইহুদিবাদী শত্রুরা তা ভালো করেই জানে। তারা সে পরিণতির সামাল দিতে পারবে না।’ মঙ্গলবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

01a67399-dac2-4b23-8387-846da3510910

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলকে দিয়ে লেবাননে সামরিক আগ্রাসন চালানোর জন্য সৌদি আরব যে প্রচেষ্টা চালাচ্ছে তার প্রতি ইঙ্গিত করে একথা বলেন তিনি।

হিজবুল্লাহর অবস্থান অত্যন্ত সংহত উল্লেখ করে নাবিল কাউক বলেন, কোনোকিছুই হিজবুল্লাহকে দুর্বল করতে পারবে না। বিজয় নিশ্চিত করতে এবং যেকোনো আগ্রাসন ঠকিয়ে দিতে হিজবুল্লাহ এখন সম্পূর্ণভাবে সক্ষম।

নাবিল বলেন, সৌদি আরব ইরানের মুখোমুখি হতে ভয় পায়। এজন্যই হিজবুল্লাহর মুখোমুখি হতে চায় তারা। এছাড়া হিজবুল্লাহকে ধ্বংস করার নাম করে লেবাননে যুদ্ধ চালাতে চায় সৌদি আরব। ২০০৬ সালে লেবাননে ইসরায়েলের যুদ্ধের পটভূমি সৌদ আরবই তৈরি করে বলে দাবি করেন তিনি।

এর আগে গত ১০ নভেম্বর দেয়া ভাষণে হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছিলেন, লেবাননের ওপর হামলা চালানোর জন্য ইসরায়েলের কাছে আবেদন জানিয়েছে সৌদি আরব। হিজবুল্লাহর বিরুদ্ধে লড়াইয়ের অজুহাতে সৌদি আরব লেবাননকে ধ্বংস করতে চায় বলেও তিনি মন্তব্য করেছিলেন।