আফগানিস্তানে চেকপয়েন্টে হামলায় নিহত ২২

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের বিভিন্ন চেকপোস্টে সিরিজ হামলা চালিয়েছে তালেবান সদস্যরা। এতে অন্তত ২২ পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে তালেবানের দাবি, তাদের হামলায় ৪৩ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া ১৩টি সামরিক যান ধ্বংস করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

গত কয়েক বছরের মধ্যে এটি ছিল তালেবানের অন্যতম বড় ধরনের হামলা। হোয়াটঅ্যাপ বার্তায় হামলার দায় স্বীকার করেছে আফগান তালেবান।

পুলিশ জানিয়েছে, এক ডজনেরও বেশি তল্লাশি চৌকিতে ধারাবাহিক হামলা চালানো হয়েছে। সোমবার দিবাগত রাতজুড়ে চালানো এসব হামলায় অন্তত ২২ পুলিশ নিহত এবং অপর ১৫ সদস্য আহত হয়েছেন।

সরকারি বাহিনীর পাল্টা হামলায় ৪৫ হামলাকারী নিহত এবং ৩৫ জন আহত হয়। হামলাকারীরা তল্লাশি চৌকিগুলোর একটিরও দখল নিতে পারেনি।

কান্দাহারের পুলিশ প্রধানের মুখপাত্র জিয়া দুরারানি বলেছেন, অতিরিক্ত সেনা ও বিমান সহায়তা না পৌঁছানো পর্যন্ত পুলিশ সদস্যরা সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলেন।