ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর হামলা, নিহত ৪

যুক্তরাষ্ট্রের নর্দান ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছেন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

_98755906_gettyimages-874260918

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে কয়েকটি জায়গায় ওই হামলা চালায় বন্দুকধারী। এর মধ্যে একটি এলিমেন্টারি স্কুলও ছিলো। পুলিশ জানায়, র‌্যাঞ্চো তেজেমার একটি এলাকায় প্রথম গুলি শুরু হয়। গুলি করে হামলাকারীকে হত্যা করে থামানো হয়েছে।

কর্মকর্তাদের ধারণা, পারিবারিক সহিংসতা থেকেই এই ঘটনার শুরু। তেহেমা কাউন্টির সহকারী শেরিফ ফিল জনসন বলেন, র‌্যাঞ্চো তেহেমা এলিমেন্টারি স্কুলে শিশুদের গুলি করার উদ্দেশ্যে ঢুকেছিলেন ওই হামলাকারী। কিন্তু কর্মীরা তাকে বাধা দেয়।

তিনি আরও বলেন, পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের একপর্যায়ে হামলাকারী নিহত হয়েছেন। হামলাকারী গুলি চালাতে চালাতে স্কুল থেকে বের হয় এবং আশপাশের এলাকায়ও গুলি চালায়। হামলাকারী এ সময় তার ব্যবহৃত গাড়িটি ভেঙে দিয়ে অপর একটি গাড়ি চুরি করে পালাতে গেলে পুলিশের গুলিতে নিহত হয়।

স্কুলের কর্মীরা আগেই গুলির শব্দ শুনেছিলো এবং এজন্য স্কুলের সব পথ বন্ধ করে দেয়। গাড়ি দিয়ে দরজা ও দেয়াল ভাঙার চেষ্টা করেন ওই হামলাকারী। একটি সেমিঅটো রাইফেল দিয়ে গুলি চালাতে থাকেন। হামলাকারীর পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি পুলিশ।