তিব্বতে শক্তিশালী ভূকম্পন অনুভূত

চীনের তিব্বতের নিংচিতে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৮ নভেম্বর) ভোরের দিকে ৩০ সেকেন্ড স্থায়ী ওই ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো এলাকা।

শনিবার ভোরের দিকে ভূমিকম্পটি অনুবূত হয়
চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৯। অবশ্য, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস ভূমিকম্পটির মাত্রা ৬.৩ বলে উল্লেখ করেছে। তবে এখন পর্যন্ত ওই ভূমিকম্পে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

ইউএসজিএস জানিয়েছে, শনিবার নিংচি থেকে ৩৬ মাইল উত্তর-পূর্বে ভূমিকম্পটি অনুভূত হয়। এর গভীরতা ছিল ৬ মাইল। নিংচি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলে কোনও জনবসতি নেই। ভূমিকম্পে কেউ হতাহত হয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে।
চীনের দক্ষিণাঞ্চলে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়। ২০০৮ সালে সিচুয়ান প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে প্রায় ৭০০০০ মানুষ নিহত হয়েছিল।

/এসকেবি/এফইউ/