গ্রিসে বন্যায় ১৯ জনের মৃত্যু

nonameদক্ষিণ পূর্ব ইউরোপের দেশ গ্রিসে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ১৬ জনের মৃত্যুর কথা বলা হলেও শনিবার রাজধানী এথেন্সের পশ্চিমে নতুন করে আরও তিনটি মরদেহের সন্ধান মেলে। দেশটির ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করেছে।

এখন বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে অভিযান অব্যাহত রেখেছে উদ্ধারকর্মীরা। বন্যাকবলিত এলাকাগুলোতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

গ্রিসের ন্যাশনাল হেলথ অপারেশন্স সেন্টারের প্রধান নিকোস পাপায়েপসতাথিউ। তিনি বলেন, শনিবার মরদেহের সন্ধান পাওয়া ব্যক্তিদের বয়স যথাক্রমে ২৮, ৫৮ এবং ৩৫। পরিবারের সদস্যরা তাদের মরদেহ শনাক্ত করেন। এখনও পর্যন্ত আরও তিন ব্যক্তি নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে আমরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। সূত্র: সিনহুয়া, ডয়চে ভেলে।